
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি : ‘টেকসই শান্তির’ প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানায়, মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, একে তিনি ‘একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন যা শান্তির পথে অগ্রগতি আনতে পারে।
ads
তিনি বলেন, ‘গুতেরেস আশা করেন, এই চুক্তি দুই দেশের মধ্যে টেকসই শান্তি নিশ্চিত করতে এবং বহুবছরের পুরোনো ও বড় ধরনের সমস্যাগুলোর সমাধানের উপযোগী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।’
ads