
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪
নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৪ মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাত (৮ মে) ১টায় আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)।
জব্দকৃত মাদকদ্রব্যের ও সামগ্রীর মধ্যে আছে ফেনসিডিল ৪২৪ বোতল, গাঁজা ১২৫ কেজি ৭০০ গ্রাম, ইয়াবা ৪২ পিস, চোলাই মদ ৭ লিটার, মদের কাঁচামাল ১২ লিটার, কিংফিশার ও হি-ম্যান বিয়ার ১২ বোতল, অফিসার্স চয়েস বিদেশি মদ ১ বোতল, সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড) ৮০০ গ্রাম।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানায়, অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।