
দেবীদ্বারে জিএফবি গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সুজন এর কুমিল্লা দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি শিশু পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আমেরিকার জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়ার সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা মধ্যে দিয়ে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমাদের দেবীদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সুজন এর সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানার ওসি (তদন্ত) এস এম আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন দে, ইঞ্জিনিয়ার মাহবুব মুর্শেদ, সাংবাদিক এসএম মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির সদস্য নাজমুল হাসান নাহিদ, সুজন এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সুজনের সদস্য কাজী খোরশেদ আলম, সাইফুল ইসলাম সাঈফ, কাইয়ুম ভূইয়া, শাহ জালাল, আতিকুর রহমান সহ আরো অনেকে।
দোয়ায় জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনাসহ উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করেন। ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া কামনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ধারা ভাষ্যকার রাশেদুল আল-আমিন। দোয়া পরিচালনা করেন ধামতী দরবার শরীফের পীর সাহেব বাহা উদ্দিন আহমেদ।