57101

তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে যে উদ্যোগ নিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ঐতিহ্যগতভাবে তেলনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল হলেও এখন দেশটি বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে, যার মধ্যে গেমিং ইন্ডাস্ট্রি অন্যতম। ‘ভিশন ২০৩০’ উদ্যোগের আওতায় সৌদি সরকার গেমিং খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তরুণদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা উন্নয়নের লক্ষ্যে।

সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) ইতোমধ্যে জনপ্রিয় মোবাইল গেম ‘পোকেমন গো’ এর নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক ইনকরপোরেটেডের গেমিং ডিভিশন কিনতে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সৌদি আরব গেমিং ডেভেলপমেন্ট, ই-স্পোর্টস এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করছে, যা তাদের অর্থনৈতিক বৈচিত্র্য এবং প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

ads

সৌদি আরব আশা করে, ভবিষ্যতে তারা গেমিং শিল্পে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ খাতের মাধ্যমে বড় মুনাফা অর্জন করবে। ২০২৭ সালে রিয়াদে অলিম্পিক ই-স্পোর্টস গেমস আয়োজনের মাধ্যমে সৌদি আরব গেমিং ইন্ডাস্ট্রিতে আরও বড় অবদান রাখতে চায়।

ads
ad

পাঠকের মতামত