
পুতিনের সঙ্গে পরবর্তী আলোচনার সময় জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন।
ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা দেখতে চাই যে, আমরা সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না। হয়তো আমরা পারব, হয়তো পারব না, কিন্তু আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব। সপ্তাহান্তে অনেক কাজ শেষ হয়েছে।
গত সপ্তাহে ইউক্রেন যে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তার জন্য ট্রাম্প পুতিনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
রয়টার্সের মন্তব্যের অনুরোধের পর ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে গত শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মাধ্যমে ট্রাম্পকে তার যুদ্ধবিরতি পরিকল্পনা সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন।