56369

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিউজ ডেস্ক: কুমিল্লায় ৯৭ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যাক্তিকে আটক করেছে র‍্যাবের সদস্যরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন লক্ষীপুর জেলার সদর থানার হগলটুলী গ্রামের সাইদ এর ছেলে সাগর (২১) ও একই এলাকার তানভীর এর ছেলে রাহাদ (১৯)। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
​​
র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাগর এবং রাহাদ কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত