
কাতারের আমিরকে নয়াদিল্লিতে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে নয়াদিল্লিতে অভ্যর্থনা জানিয়েছেন সোমবার (১৭ ফেব্রুয়ারি)।
আমির দুই দিনের সফরে ভারতে এসেছেন। এক দশকের মধ্যে এটাই তার প্রথম ভারত-সফর। ২০১৫ সালের মার্চে আমির শেষবার ভারতে আসেন।
ads
মোদী এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে বলেছেন, “আমার ভাই, কাতারের আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আগামীকাল আমাদের বৈঠকের অপেক্ষা করছি।”
কাতারে ভারতীয় জনগোষ্ঠীই বৃহত্তম প্রবাসী সম্প্রদায়ের অংশ। ৮ লক্ষের বেশি ভারতীয় নাগরিক কাতারে বসবাস ও কাজ করেন।
ads