
জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: তিতাসে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুলের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান প্রধান শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন বাবু।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে ছিলেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী হারাধন চন্দ্র বিশ্বাস, সাবেক সহকারি প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান ভূইয়া, সাবেক সহকারি শিক্ষক আক্তারুল হক মাষ্টার, রনজিত কুমার ভৌমিক, বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন ও সাবেক সহকারি শিক্ষক নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মু. শরীফ আহমেদ সুমন ও মোঃ আল আমিন প্রধান।
অনুষ্ঠানের আয়োজন করেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধিত অতিথিবৃন্দ বলেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হলো। বিষয়টি খুবই প্রশংসনীয়। এধরনের আয়োজনে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এইধারা অব্যাহত থাকুক। ২০১৫ ব্যাচের যারা আয়োজন করেছো তাদের সকলকে ধন্যবাদ ও সকলের প্রতি অফুরান ভালোবাসা।