
কুমিল্লায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দাউদকান্দি ও কুসিক চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন বালিকা দল, চান্দিনা উপজেলা বালিকা ফুটবল দলকে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বিকালে দাউদকান্দি উপজেলা বালক ফুটবল দল, আদর্শ সদর ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে।
বালিকা গ্রুপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন দলের জোনাকি এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিথী। বালক গ্রুপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলা দলের সাইম আহমেদ রুইদ ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হাসিব মোল্লা।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন। সঞ্চালনা করেন ম্যাচ কমিশনার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল।
এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলার সাবেক খেলোয়াড়, অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।