
যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করুন, নইলে শুল্ক দিন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্প করের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের ব্যবসায়ীদের তাদের পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদনের আহ্বান জানিয়েছেন। এসময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি অন্য কোথাও পণ্য উৎপাদন করেন তাহলে যুক্তরাষ্ট্রে রফতানি করার সময় সেগুলোর উপর শুল্ক আরোপ করা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এবার ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি ভাষণ দেন।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিশ্বের করপোরেট নেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে এবং ব্যবসার জন্য তৈরি। বিশ্বের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আমার বার্তা খুব সোজা। আসুন, আমেরিকায় এসে পণ্য উৎপাদন করুন।
আপনাদের ওপর বিশ্বের সবচেয়ে কম কর আরোপ করা হবে। কিন্তু আপনি যদি আমেরিকায় পণ্য উৎপাদন না করেন তাহলে আপনাকে শুল্ক দিতে হবে। ’
ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রে করপোরেট ট্যাক্স ২১ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনতে চান, যদিও সেটার জন্য রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে তার রাজনৈতিক মিত্রদের সম্মতি লাগবে। যুক্তরাষ্ট্র ইউরোপকে প্রয়োজনীয় এলএনজি (লিকুইফাইড প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করবে বলেও ভাষণে প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
তবে তিনি অভিযোগ করেন যে, আমেরিকান কোম্পানিদের ওপর অতিমাত্রায় নিয়মাবলী আরোপ করে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্রর সঙ্গে খুবই অন্যায্য ব্যবহার করছে।
ট্রাম্প বলেছেন, বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে তিনি সৌদি আরব এবং তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক-কে তেলের দাম কমানোর জন্য অনুরোধ করবেন।
তিনি দাবি করেন যে, বিশ্ব তেলের দাম বর্তমান ব্যারেল প্রতি ৭৭ ডলার থেকে কমানো হলে ইউক্রেনে যুদ্ধ সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কারণ রাশিয়ার নিজস্ব তেল উৎপাদনের আয় এ যুদ্ধে খরচ করছে।
চীনের সাথে যুক্তরাষ্ট্র ‘ন্যায্য সম্পর্ক’ চায় উল্লেখ কর ট্রাম্প বলেন, ‘আমরা সুবিধা নিতে চাই না। আমরা শুধু লেভেল প্লেয়িং ফিল্ড চাই। ’
সূত্র: ভয়েস অফ আমেরিকা-বাংলা