
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, মরহুম আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বাদ আছর সংরাইশ গাউছে পাক জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি।
আলোচনা করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আশিকুর রহমান ওয়াসিম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম বেলায়েত হোসেন কনক, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে কোকোর রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।