কুমিল্লা মেডিকেল কলেজে ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালন
নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজে ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ অডিটরিয়ামে মেডিসিন ও কমিউনিটি মেডিসিন বিভাগের আয়োজনে ডেঙ্গু বিষয়ক সাধারণ ধারনা, চিকিৎসা ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম। সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. হেলালু রহমান।
বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. মাসুদ পারভেজ, কলেজের উপাধ্যক্ষ ডা: মো. জাহাঙ্গীর আলম মজুমদার, ডা. নিহার রঞ্জন মজুমদার, ডা. সুচিশ্রী সাহা প্রমুখ।
এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।