55218

ট্রাম্পের জন্য ৩ হাজার কোটি টাকা খরচ করেছেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ২৫৯ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৯৭ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকা) খরচ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি, মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

রয়টার্স জানিয়েছে, মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের প্রকাশিত নতুন নথি থেকে এ তথ্য জানা যায়। এমনকি এই অনুদানের মাধ্যমে মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অন্যতম বৃহত্তম অর্থদাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

ads

ফেডারেল ইলেকশনক মিশনের নথি অনুযায়ী, টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারক গ্রুপগুলোকে মোট ২৫৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। এর মধ্যে ২৩৯ মিলিয়ন ডলার গেছে ‘আমেরিকা প্যাক’ নামে একটি সুপার প্যাককে, এবং অক্টোবরের শেষের দিকে অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে ‘আরবিজি প্যাক’ নামক আরেকটি গ্রুপকে।

এই বিশাল পরিমাণ অর্থ দেওয়ার মাধ্যমে মাস্ক শুধু ট্রাম্পের রাজনৈতিক মিত্রই না, বরং তিনি আসন্ন রিপাবলিকান প্রশাসনের নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ads

ইলন মাস্ক বর্তমানে ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নিয়ে একটি টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। তাদের লক্ষ্য হল, সরকারি ব্যয় ও বিধিনিষেধ হ্রাস করা।

ad

পাঠকের মতামত