55200

কুমিল্লায় সমতটের কাগজ এর ৮ম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: কুমিল্লা শিল্পকলা একাডেমিতে (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সমতটের কাগজ-এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক (পরিষদ) গবেষক ড. সাহেদ মন্তাজ।

ads

উদ্বোধক ছিলেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা রোটারিয়ান আলহাজ্ব মো” আনিসুর রহমান আখন্দ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিসিএন বিশ্ববিদ্যালয়ের ডীন-বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-জাতীয় কবিতা পরিষদ কুমিল্লার সভাপতি জহিরুল হক দুলাল, দেশবরেণ্য গীতিকার-কবি-মিডিয়া ব্যক্তিত্ব শাওন পান্থ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, দেশের জনপ্রিয় সংগীত শিল্পী অনামিকা তালুকদার, জনপ্রিয় শিল্পী সুবর্ণা রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জাতীয় কবিতা পরিষদ কুমিল্লার সাংগঠনিক সম্পাদক কবি মামুন কবির চৌধুরী, ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস হক, এশিয়ান টেলিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান-নির্মাতা সরোয়ার আলম, ও অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু। সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি মো: নুরুল আলম সেলিম মিয়াজী, কাফেলার সিইউ জাহাঙ্গীর আলম হাজারী, চট্টগ্রাম থেকে আগত কবি-সাহিত্যিক শিরিন আফরোজ, কবি-সাহিত্যিক-সৃজনশীল সংগঠক লিপি বড়ুয়া, কবি-সাহিত্যিক নিগার সুলতানা, জনপ্রিয় টিভি উপস্থাপক-পরিবেশ যোদ্ধা-কবি দিলরুবা খানম ছুটি, গীতিকবি সফিকুল ইসলাম ঝিনুক, নজরুল গবেষক পীযুষ কুমার ভট্টাচার্য্য, সৃজনশীল সংগঠক-কবি উত্তম বহ্নি সেন, সৃজনশীল লেখক-ট্রাভেলার জাহাঙ্গীর আলম দিলু, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লার সভাপতি রসিক কবি আবদুল কাইয়ুম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। দৈনিক কুমিল্লার কাগজ-এর উপ-সম্পাদক কবি জহির শান্ত, খেলাঘর কুমিল্লার সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার চন্দ, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সমতটের কাগজ-এর বার্তা সম্পাদক আরেফীন রুমেল। কবিতা পাঠ করেন মুরাগনগর থেকে আগত কবি বশির আহমেদ, কবি জয় দেব ভট্টাচার্য্য ভুলু, কবি নাসিমা সাথী, কবি কবি রোকসানা সুখি, কবি মেহেদী হাসান সবুজ। বক্তব্য রাখেন দৈনিক কুমিল্রার কাগজ-এর উপ-সম্পাদক কবি জহির শান্ত, খেলাঘর কুমিল্লার সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার চন্দ, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন।কবি ও সাংবাদিক মাওলানা কাজী আবুল খায়ের, কবি রেহানা আকবর শিলা, কবি চকিত প্রাচুর্য, কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক কবি বিলাস চৌধুরী, কবি সাদ বিন ইউসুফ, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কবি এমদাদুল হক ইয়াছিন, কবি সানজিদা রোমানা, নাট্যশিল্পী ফারজানা হক প্রমুখ। উপস্থাপনায় ছিলেন কবি-গীতিকার শিপন হোসেন মানব।

ads

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সাহেদ মন্তাজ বলেন, সমতটে কাগজ আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিল্পের পরিচ্ছন্ন চর্চায় প্রতিবছর কুমিল্লাসহ সারাদেশের গুণিজনদের বাছাই করে কুমিল্লায় নিমন্ত্রণ করে এমন সুন্দর আয়োজনে সম্পৃক্ত করে থাকেন। যা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। একটি দেশকে সামনে এগিয়ে নিতে মুক্ত বুদ্ধি চর্চা বৃদ্ধি করতে হবে। কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকদের সৃজনশীল কাজে ব্যাপকভাবে উৎসাহিত করতে হবে। তাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা করতে হবে। সমতটের কাগজ-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামীতেও এই ধরনের নান্দনিক আয়োজন অব্যাহত রাখবে সমতটের কাগজ-সেই আশাবাদ ব্যক্ত করছি।

ad

পাঠকের মতামত