55010

কুমিল্লায় সাধারণ আইনজীবী ঐক্যফ্রন্টের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী মিলনায়তনে সাধারণ আইনজীবী ঐক্যফ্রন্টের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ আইনজীবী ঐক্যফ্রন্টের আহবায়ক এডভোকেট কামরুজ্জমান বাবুল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট টিপু সুলতান এর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আবু তাহের এবং বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিনিয়র আইজীবী মোহাম্মদ সিরাজ। এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট মাহাবুবুর রহমান, এড. জামাল উদ্দিন, এড. গাজী এ.কে আজাদ, এড. ইসলাম ইবনে সাইখ, এড. এনামুল হক হাসান রিপন, এড. আলাউদ্দিন ভূইয়া, এড. সুমন আচার্য্য ও এড. বেলাল মজুমদারসহ সাধারণ আইনজীবী ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

ads

উক্ত সভার শুরুতে নৃশংসভাবে হত্যা কান্ডের শিকার চট্টগ্রামের বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রতি শোক প্রস্তাব জ্ঞাপন করা হয়।

সভায় বক্তারা, সাধারণ আইনজীবী ঐক্যফ্রন্টকে শক্তিশালী করা সহ আসন্ন জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ইং সনের নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করা এবং বার সমিতির এবং সাধারণ সম্পাদকের ক্ষমতা বিকেন্দ্রীয় করণ, আদালত সমূহের স্টাফদের দূর্নীতি বন্ধ করার আহবান জানান।

ads
ad

পাঠকের মতামত