55007

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক: কুমিল্লার বৌয়ারা বাজার সূর্যনগর সীমান্ত এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১০ বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। তবে এসময় কোনো মাদক কারবারিকে আটক করা যায়নি।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর আরাফাত হোসেন অনি বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ads

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারা বাজার বিওপি এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর নামক স্থান হতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

ads
ad

পাঠকের মতামত