ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হাজির থাকবেন জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে নবনির্বাচিত রিপাবলিকান প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। বিশ্বের হাইভোল্টেজ সেই অনুষ্ঠানে হাজির থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট ও বিরোধী দল ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সচিব অ্যান্ড্রু বেটস বলেন,’প্রেসিডেন্ট কথা দিয়েছেন, বর্তমানে যিনি বিজয়ী হয়েছেন, তাঁর অভিষেক অনুষ্ঠানে হাজির থাকবেন। বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন দুজনেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন।’
হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সচিব আরও বলেন,’তাঁর (বাইডেনের) দৃষ্টিভঙ্গি হল, গণতান্তিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং জনগণের মতামতকে সম্মান জানানোর জন্য একটি সুশৃঙ্খল এবং কার্যকর ভূমিকা পালন করায় আমাদের পরম্পরা।’
প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট আগের মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন। তিনি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ২০২০ সালে হেরে যাওয়ার পর ট্রাম্প সেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং বাইডেনের অভিষেক অনুষ্ঠান তিনি বয়কট করেছিলেন। ফলে ২০২১ ও ২০২৫ এই দুই দফায় দুটি অভিষেক অনুষ্ঠানে হোয়াইট হাউসের ইতিহাসে রাজনৈতিক সৌজন্যের দুটি বিপরীত চিত্র ধরা পড়বে বলে মনে করা হচ্ছে।
আগের মাসে ট্রাম্প বিজয়ী হওয়ার পর বাইডেন বলেছিলেন, ‘আমরা সামনের দিকে এগিয়ে চলার জন্য চাই একটি মসৃণ রূপান্তর। আপনার থাকার ব্যবস্থা করা এবং যা যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
উল্লেখ্য, ২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে হাজির হননি তৎকালীন বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যে অভিষেক অনুষ্ঠান ওই বছর ৬ জানুয়ারি আমেরিকার রাজধানীতে হামলার কয়েকদিন পরেই অনুষ্ঠিত হয়েছিল।