কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে নগরীর কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখা থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
নগরীর লিবার্টি মোড়, পূবালী চত্বর হয়ে কলেজের জামতলায় এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ ৫০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবীন প্রবীণ শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ৫৬তম অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। এ সময় উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ কলেজের ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা বলেন, রায়বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালে এ কলেজ প্রতিষ্ঠা করেন। ভিক্টোরিয়া কলেজ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আলোক বর্তিকা। শিক্ষার আলো দিন দিন বাড়াতে ভিক্টোরিয়া পরিবার দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সবার সহযোগিতা চাই।