54835

সেনাকুঞ্জে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

ads

এসময় জামায়াত আমিরকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে কথা বলতে দেখা যায়। একই সারিতে বসা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আফরোজা আব্বাসসহ আরও বেশ কয়েকজন সিনিয়র নেতা।

ads
ad

পাঠকের মতামত