কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা গুলি, কলেজছাত্রকে কুপিয়ে জখম
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারিরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করেছে। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে তারা। তাদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, পাশের কাটাবিল গদারমার কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে তারা দলবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল বিস্ফোরণ করে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।
হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এসময় তোফায়েল আহমেদের ছেলে কলেজপড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতরও দেখে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি এই হামলার বিচার দাবি করেন।
হামলার পরই ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, জেলা পুলিশসহ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।