54414

নিরাপদ সড়ক নিশ্চিতে নাগরিকদের জন্য সিস্টেম ডেভেলপ করতে হবে: জেলা প্রশাসক

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের শুরুতেই নাগরিকদের জন্য একটি সিস্টেম ডেভেলপ করতে হবে। পাশাপাশি সচেতন হতে হবে। যখন সিস্টেম ডেভেলপ হবে, তখন নাগরিকরা সচেতন হবে।

তিনি সড়কে উল্টোপথে, যানবাহন চলাচল বন্ধ করতে হাইওয়ে পুলিশসহ সংশিষ্টদের অনুরোধ জানান।

ads

তিনি বলেন, আমি চাই আমরা সকলে মিলে রাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপদ একটি সড়ক, পরিবহণ ব্যবস্থা এবং দেশটাকে বসবাসের জন্য উপযোগী করে গড়ে তুলতে পারি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সড়কে যেন একটি তাজা প্রাণও না জড়ে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’।

ads

আমিরুল কায়সার বলেন, সড়কে নিরাপত্তার প্রথম কাজ হলো সিগন্যাল। আমাদের দেশের কোথাও ট্রাফিক সিগন্যাল নেই। পাবলিক ট্রান্সপোর্ট নেই। পাবলিক ট্রান্সপোর্ট হবে কমপোর্টেবল, নির্দিষ্ট স্থানে দাঁড়াবে যাত্রীদের জন্য, নির্দিষ্ট সময়ে আসবে এবং গন্তব্যে পৌছে দিবে। দেশের কোন বাহনেরই এ তিনটি বৈশিষ্ট নেই। আমরা নিরাপদ হওয়ার জন্য দেশের নাগরিকদের কিছু কথা বলছি। কিন্তু নাগরিকদের নিরাপদ সড়ক ব্যবস্থা তুলে দিতে পারছি না। এ দায় আমাদের। আমরা যাত্রীদের-পথচারীদের নির্দেশনা দিচ্ছি। যাত্রীদের, নাগরিকদের জন্য যখন আমরা উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে পারব, তখন আমরা তাদের নির্দেশনা দিব।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, বিআরটিএর সহকারি পরিচালক মোঃ ফারুক আলম, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ পরিদর্শক মনজুরুল আলম, নিরাপদ সড়ক চাই কুমিল্লার উপদেষ্টা নীতিশ সাহা, মো: ফারুক আহমেদ, কুমিল্লা জেলা সড়ক পরিবহণ বাস মালিক গ্রুপের মহাসচিব তাজুল ইসলাম, নিরাপদ চালক চাই এর সভাপতি আজাদ সরকার, কুমিল্লা জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল হাসান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ জয়নাল আবেদীন রনি।

কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত আলোচনা সভায় পরিবহন শ্রমিক, মালিকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত