দক্ষ হয়ে বিদেশ যান: অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন
নিউজ ডেস্ক: বিদেশ যাওয়ার আগে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যেতে পরামর্শ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিন।
তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা বিদেশে গেলেই টাকা ইনকাম করা যায়। কাজ না জানলেও চলে এবং যে দেশে যায় সে দেশের ভাষাও শিখে না। যার ফলে তারা বিদেশ গিয়ে কাজ করে ঠিকই, কিন্তু যে পরিমান উপার্জন করার কথা, সে পরিমান উপার্জন করতে পারে না। আমাদের আশেপাশে যার যার জায়গা থেকে প্রত্যেককে সচেতন করা উচিত, যাতে বিদেশ যাওয়ার আগে অবশ্যই দক্ষ হয়ে যায়। দক্ষতা নিয়ে বিদেশ গেলে নিজের এবং দেশের জন্য ভাল হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন বলেন, আমাদের দেশের উন্নয়নের অনেক অংশই নির্ভর করে রেমিটেন্সের উপর। প্রবাসী ভাইয়েরা রেমিট পাঠাচ্ছে বলে দেশের উন্নয়ন দ্রুত গতিতে সম্ভব হয়। আমরা শুধু রেমিটেন্স গ্রহণ করব কিন্তু তাদের পাশে থাকবো না এটা হয় না। তদের ক্ষেত্রে আইনী সহয়তা আরো বাড়াতে হবে। ব্রাক যে কাজ গুলো করছে তাদেরকে সাধুবাদ জানাই।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো: সামছুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, আদর্শ সদর সমাজসেবা অফিসার আরিফুল ইসলামসহ আরো অনেকে।
সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অডিনেটর তানভীর হাসান।