কুমিল্লায় কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কনকস্তুপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী দুটি পর্বে চলে এ অনুষ্ঠান। সকাল থেকে ভিবিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষ ও এলাকার গন্যমান্য লোকজন বিহার প্রাঙ্গণে এসে ধর্মীয় আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন।
প্রথম পর্বে বুদ্ধপূজা, অষ্টপরিস্কার সহ সংঘদানানুষ্ঠানে, মধ্যম বিনাজুরী মিলনারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিনয়পাল মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ জিনানন্দ মহাথের।
অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ সাধনপ্রিয় ধর, নিজামপুর ভিষু সমিতির সম্পাদক মেত্তানন্দ থের, কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রজ্ঞাবংশ থের, সম্পাদক উত্তমানন্দ থের, ছোট চাঁদপুর পূর্ণ-জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুরেশ্বর থের, কিংকাছনাই জগৎজ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ থের, কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সহ সম্পাদক ধর্মানন্দ থের।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবু সঞ্জীব বড়ুয়া ও বাবু জীবন সিংহ।
দ্বিতীয় পর্বে, দানোত্তম কঠিন চীবর দানোৎসবে অতিথি হিসেবে ছিলেন স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, প্রকৌশলী রিটন বড়ুয়া, সহযোগী অধ্যাপক বাবু কনক বড়ুয়া, মধ্যম বিনাদুরী মিলনারাম বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ জয়পাল ভিক্ষু, কোয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রতনজ্যোতি ভিক্ষু, অগ্রণী ব্যাংকের ডিজিএম বাবু লক্ষণ চন্দ্র শীল।
চীবর উৎসর্গের সময় ভক্তদের সাধু, সাধু, ধ্বনিতে কনকস্তুপ বৌদ্ধ বিহার এলাকা মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধপূজা, অষ্টপরিস্কার, সংঘদান, কঠিন চীবর দান ছাড়াও কল্পতরু দান, প্যাগোডার অর্থ দান, হাজার প্রদীপ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।