54294

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

ads

এদিকে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।

ads

তিনি বলেন, আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পিনপতন নীরবতা। অথচ কিছুক্ষণ আগেও এই স্টেডিয়ামটি স্বাগতিক সমর্থকদের চিৎকার, চেঁচামেচিতে মুখর ছিল। এর কারণ টানা দ্বিতীয়বারের মতো যে নেপালকে ঘরের মাঠে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ২০২২ নারী সাফেরও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা।

এবারের মেয়েদের সাফের সেরা খেলোয়াড়ের পুরস্কারে উঠেছে ঋতুপর্ণা চাকমার হাতে। টুর্নামেন্টে তিনি ২ গোল করলেও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেয়ার ক্ষেত্রে।

ad

পাঠকের মতামত