54028

ইসি ঢেলে সাজিয়ে জাতীয় নির্বাচন: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক: সরকার অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সেই সঙ্গে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়া হবে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ads

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের সংস্কৃতি আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেছে। ভোটের প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে। পাশাপাশি ভোটের সিস্টেমটাও ধ্বংস হয়ে গেছে। এই জিনিসটা আমরা সংস্কার করতে চাই।

সারা বাংলাদেশে মডেল মসজিদে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতির সত্যতা পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ads

এর আগে সকালে ধর্ম উপদেষ্টা কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

ad

পাঠকের মতামত