কাশ্মীরে ভোটে জেতায় ন্যাশনাল কনফারেন্সকে অভিনন্দন মোদির
আন্তর্জাতিক ডেস্ক: বিধানসভা নির্বাচনে ভারতের জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) অসামান্য বিজয় অর্জন করায় তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবাবে মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ।
ভারতীয় সংবাদমাধ্যশ হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ন্যাশকাল কনফারেন্সকে অভিনন্দন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। সেখানে প্রতি উত্তরে মোদিও ধন্যবাদ জানান ওমর আব্দুল্লাহ।
এদিন জম্মু-কাশ্মীরের নির্বাচনী ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী মোদি তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ওমর আবদুল্লাহ ও তাঁর দলকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অসামান্য ফলের জন্য জেকেএনসিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
নরন্দ্র মোদির এই অভিনন্দন বার্তার প্রতিউত্তরে কাশ্মীরের এই নেতা গতকাল মঙ্গলবার তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে লেখেন, ‘আপনার অভিনন্দন বার্তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী, আগামী দিনে আমাদের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই গঠনমূলক সম্পর্ক থাকবে। যাতে জম্মু-কাশ্মীরের মানুষ ধারাবাহিক উন্নয়ন ও সুপ্রশাসনের মাধ্যমে উপকৃত হয়।’
ওমর আরও বলেন, ‘মানুষ তার রায় ঘোষণা করে দিয়েছে। এর ফলে জম্মু-কাশ্মীরে দীর্ঘ সময় পর আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’
এবারের বিধানসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের দুইটি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন ওমর আবদুল্লাহ। দুইটি আসনেই তিনি জয়ী হয়েছেন।
অপর এক পোস্টে মোদি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের এবারের নির্বাচন অত্যন্ত স্পেশ্যাল। ৩৭০ ও ৩৫ ধারা বাতিলের পর এটাই সেখানকার প্রথম নির্বাচন। যা সাক্ষী হলো এক অসামান্য সাড়ার, যেখানে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাসই পরিস্ফূট হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
সেই সঙ্গেই তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরে বিজেপির পারফরম্যান্সে আমি গর্বিত। যাঁরা আমাদের দলকে ভোট দিয়েছেন এবং আমাদের ওপরে বিশ্বাস রেখেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আমি জনতাকে আশ্বস্ত করতে চাই যে আমরা জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব। আমাদের কার্যকর্তাদের অসামান্য চেষ্টারও তারিফ করতে চাই।’