পদার্থে নোবেল পেলেন হপফিল্ড-হিনটন
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে. হপফিল্ড ও ব্রিটিশ পদার্থবিদ জেফরি ই. হিনটন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।
১৯৩৩ সালের ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্ম নেন জন জে. হপফিল্ড। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সঙ্গে মেশিন লার্নিংয়ের গবেষণা করে এ বছর ব্রিটিশ বিজ্ঞানী হিনটনের সঙ্গে যৌথভাবে পদার্থে নোবেল পুরস্কার পান।
জেফরি ই. হিনটনের জন্ম লন্ডনে ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর। কিন্তু তিনি গবেষণা করেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে।
১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। পুরস্কার হিসেবে বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।