53746

অবশেষে শিল্পা শিরোদকারের ‘সালমান’ স্বপ্নপূরণ!

বিনোদন ডেস্ক: একটা সময় বলিউডের পর্দা কাঁপাতেন। সংক্রামক হাসি আর দুর্দান্ত নাচের কারণে একসময় গোবিন্দার সঙ্গে জুটি হয়ে যান। শুধু গোবিন্দা নন, অনিল কাপুর, অমিতাভ বচ্চনের মতো বড় তারকাদের সঙ্গেও বেশ কাজ করেছেন এই সুন্দরী অভিনেত্রী। কেরিয়ারে উপহার দিয়েছেন অজস্র হিট ছবি। এরপরই হঠাৎ উধাও।

বলা হচ্ছে শিল্পা শিরোদকারের কথা। অনেক বছর পর আবারও ধূমকেতুর মতো হাজির তিনি। হাজিরই শুধু নয়, রীতিমতো শিরোনামে করে ঠাঁই করে নিয়েছেন। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা শিল্পা এবার ফিরলেন জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস সিজন ১৮ তে।

ads

কেন আবার ফিরে আসা? এই প্রশ্নের জবাবে শিল্পা শিরোদকার হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ইচ্ছা ছিল সালমান খানের সঙ্গে কাজ করার। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। তবে সিনেমায় নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ -এর ১৮তম সিজনে দেখা যাবে সালমান ও শিল্পাকে।

৫৪ বছরেও যে শিল্পা শিরোদকারের জৌলুশে ভাটা পড়েনি। তিনি স্বপ্ন দেখেন, কোনও এক দিন ‘ভাইজান’-এর সঙ্গে পর্দা ভাগ করবেনই। শিল্পা শিরোদকারের সেই সাধ অবশেষে পূর্ণ হতে চলেছে। নিজেই একটি বিজ্ঞাপনী বার্তায় জানিয়েছেন, ‘বিগ বস ১৮’-য় তিনি আর সালমান একসঙ্গে।

ads

নব্বইয়ের দশকে শিল্পা শিরোদকার বলিউডে ‘সোনার মেয়ে’র তকমা পেয়েছিলেন। তার নাচ, লাস্য, অভিনয় তাকে অন্যদের থেকে আলাদা করেছিলো। নম্রতা শিরোদকারের দিদি তার সময়ে মায়ানগরীতে রীতিমতো রাজত্ব চালিয়েছেন। মাঝে লম্বা বিরতি। এবার দেখা যাবে শিল্পা টু পয়েন্ট জিরো ভার্সনে।

১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এই ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী ও রেখার সঙ্গে পর্দা ভাগ করে নেন। প্রথম ছবিতেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরা। তৈরি হয় নিজস্ব পরিচিতি। এরপর একের পর এক ছবিতে কাজ করতে থাকেন শিল্পা শিরোদকার।

৯৯০ সালে অনিল কাপুরের সঙ্গে ‘কিষণ কানহাইয়া’ ছবিতে কাজ করেছিলেন শিল্পা। এই ছবিতে অনিল কাপুরের স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে। শিল্পার ‘আদর্শ পুত্রবধূ’ চরিত্র খুব পছন্দ করেন দর্শকরা। অনিল কাপুর ছাড়াও শিল্পা তার ক্যারিয়ারে অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন।

ঐশ্বরিয়ার ডায়েরি নিয়ে তোলপাড়, কি লেখা তাতে?ঐশ্বরিয়ার ডায়েরি নিয়ে তোলপাড়, কি লেখা তাতে?

১৯৯৩ সালে মুক্তি পাওয়া গোবিন্দা এবং চাঙ্কি পান্ডের ‘আঁখে’ আজও মানুষের প্রিয়। এই ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেন শিল্পা। গোবিন্দার বিপরীতে নায়িকার চরিত্র। গোবিন্দা ও শিল্পার রসায়নও জমে যায়। এই ছবির গানগুলোও দারুণ হিট হয়েছিল। এক দশকেরও বেশি অভিনয় জীবনে বহু হিট দিয়েছেন শিল্পা।

ad

পাঠকের মতামত