53517

চট্টগ্রামে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ঘটনার কারণ অনুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের জন্য তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেছেন।

ads

মঙ্গলবার এর প্রেক্ষিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে এম.টি বাংলার জ্যোতি জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ড সৃষ্টির কারণ, দুর্ঘটনার ফলে সংগঠিত ক্ষয়ক্ষতির বিবরণ, ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনার প্রতিরোধকল্পে করণীয় বিষয়াদি পর্যালোচনা পূর্বক একটি তদন্ত প্রতিবেদন বিএসসি এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল কতে বলা হয়েছে।

সোমবার চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটেছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেন জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম ও ডেক ক্যাজুয়াল সদস্য হারুন।

ads

এদিকে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণারয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শোকবার্তায় উপদেষ্টা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে শোকাহত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ad

পাঠকের মতামত