53420

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি

নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

ঢাকার তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এক সেমিনার শেষে তিনি বলেন, “এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে পূজা পালন করতে পারবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।

ads

“তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে, নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”

আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী ও ১২ অক্টোবর নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয়া দুর্গোৎসবের।

ads

এর আগে মঙ্গলবার পুলিশ সদর দপ্তর জানায়, দুর্গাপূজা উপলক্ষে প্রাক দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ বলছে, এবার দেশের ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ট্যুরিস্ট পুলিশের ‘এনভায়রনমেন্টাল সাসটেইনাবিলিটি ইন ট্যুরিজম: রোল অব পুলিশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের অপর এক প্রশ্নে সরকার পতন পরবর্তী থানা পুলিশের কার্যক্রম নিয়েও কথা বলেন আইজিপি।

তিনি বলেন, “থানা-পুলিশের প্রায় ৫০০ গাড়ি পোড়ানো হয়েছে (আন্দোলনের মধ্যে)। ক্ষতিগ্রস্ত এসব থানায় গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।”

ট্যুরিস্ট পুলিশের আয়োজনে ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন ট্যুরিজম: রেসপনসিবিলিটি অব পুলিশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইজিপি।

সেখানে তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।”

পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ট্যুরিস্ট পুলিশ দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সাথে যৌথভাবে কাজ করছে।”

পরিবেশের ক্ষতি রোধে বন ও পরিবেশ বিভাগের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান আইজিপি।

তিনি বলেন, “আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার দেব।

ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক সেমিনারে উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত