বরুড়ায় পবিত্র ঈদ এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর ১২ই রবিউল আউয়াল বরুড়া কেন্দ্রীয় ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ও জশনে জুলুস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া কেন্দ্রীয় ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল হান্নান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতী মোহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মুফতী মোহাম্মদ মিজানুর রহমান জাফরী।
বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও বরুড়া কেন্দ্রীয় ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সমন্বয়ক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদের সার্বিক তত্বাবধানে ও বরুড়া কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ মাসুদ আলম পাটোয়ারীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন-সোনারচর দরবার শরীফের পীর সাহেব শাহ খন্দকার ওমর ফারুক, কাঠালিয়া দরবার শরীফের পীর মাওলানা শামসুদ দোহা বারী, খোশবাস দরবার শরীফের পীর মাওলানা শামসুল আরেফিন,
বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম এম এ, রাজামারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুর রহমান হোসাইনি, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। মাওলানা মাসুদ আলম পাটোয়ারী, ছাত্রনেতা মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোঃ আবদুল হান্নান, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতী মোঃ শাহজাহান সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ আব্বাস, অলিতলা দরবার শরীফের প্রতিনিধি মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন আলকাদরী, শিলমুড়ী উত্তর ইউনিয়নের কাজী মাওলানা মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ শামসুল আলম, ডিমডুলের কৃতি সন্তান হাফেজ মোঃ গাজীউল হক মিয়াজী, বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, বারাইপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জামাল হোসেন ভুইঁয়া, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মোতালেব হোসেন মজুমদার, মাওলানা মুফতী মোহাম্মদ জামাল উদ্দিন মোমতাজী,বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গর্বনিং বডির সদস্য, সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, মোঃ মাসুম শরীফ ভুইঁয়া। এদিন বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান ও তরিকতপন্থীরা ব্যানারে মিছিল সহকারে জুলুসে অংশ গ্রহণ করে। এরপর বেলা ১১টায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে বিশাল জশনে জুলুস বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে এসে মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তারা সম্প্রতি সারাদেশে বিভিন্ন মাজার শরীফ, খানকাহ ও দরবার শরীফ গুলোতে হামলা ভাংচুর লুটপাটের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানান।