53168

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ইতালি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি এবং তার ব্রিটিশ প্রতিপক্ষ কেয়ার স্টারমার মধ্যপ্রাচ্যে বৈরিতার অবসান ঘটাতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। ১৬ সেপ্টেম্বর, সোমবার ইতালির রাজধানী রোমে এক সংবাদ সম্মেলনে দুই নেতা এই আহ্বান জানান।

স্টারমার বলেন, ‘গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আমাদের সমর্থন জানাচ্ছি। আমরা সমস্ত জিম্মিদের মুক্তি, গাজায় মানবিক সহায়তার প্রবেশ এবং বিশেষ করে পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার অবসান দেখতে চাই।’

ads

তিনি বলেন, ‘অবশ্যই আমরা জানি এগুলোর কোনোটিই বাস্তবায়ন করা সহজ নয়। তবে এগুলো জরুরি এবং এগুলো অত্যাবশ্যক। তাই আমরা এই সংকট নিরসনে এবং সব পক্ষের দুর্ভোগের অবসান ঘটাতে একসঙ্গে কাজ করে যাব।’

এদিকে মেলোনি জানান, ইতালি সরকার একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যে ঐতিহাসিক সংঘাতের অবসান ঘটতে পারে।

ads

তিনি বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় একটি বিস্তৃত চুক্তিতে সম্মত হয়েছি। এই চুক্তির ফলে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হবে এবং ৭ অক্টোবর বন্দী হওয়া সমস্ত জিম্মিদের মুক্তি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়ানোর প্রচেষ্টাকে সমর্থন করার জন্য এই অঞ্চলের অংশীদারদের কাছে আবেদন করছে ইতালি। এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য দ্বি রাষ্ট্র সমাধানের বিষয়টি এখন আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। আর এজন্য নতুন করে চাপ দেওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হয়। ১১ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ad

পাঠকের মতামত