53079

কুমিল্লায় তিন সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নিউজ ডেস্ক: কুমিল্লায় সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফজলুল কবির নামের এক বিএনপি নেতা। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী ফজলুল কবির কুমিল্লা নগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি পেশায় আইনজীবী।
মামলায় সাপ্তাহিক ‘আমোদ’-এর সম্পাদক বাকীন রাব্বি, ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা এবং পত্রিকার নিজস্ব প্রতিবেদক তৈয়বুর রহমানকে আসামি করা হয়েছে।

ads

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মো. মাসুদ হাসান বিকেলে বলেন, মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করার অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।

এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। এর মধ্যে ১ নম্বর সাক্ষী হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওরফে ওয়াসিম এবং ২ নম্বর সাক্ষী কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।

ads

মামলার আরজিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর সাপ্তাহিক আমোদ পত্রিকায় ‘বিএনপি নেতাদের সহায়তায় পালালেন ওরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে উল্লেখ করা হয়, কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার, তাঁর মেয়ে সাবেক সিটি মেয়র তাহসীন বাহার ওরফে সূচনা, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ডজনখানেক নেতা ভারতে পালিয়ে গেছেন। গত ২১ আগস্ট বুড়িচং উপজেলার চড়ানল সীমান্ত দিয়ে এক হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে ভারতে পালান তাহসীন বাহার। তাঁকে সীমান্ত পর্যন্ত যেতে সহায়তা করেন কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় তিন নেতা। তাঁদের মধ্যে দুজনের আদ্যাক্ষর ‘আ’ এবং ‘ও’। একই কায়দায় তাঁরা বাহারকেও পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে বিএনপির অভ্যন্তরে আলোচনা চলছে।

মামলার আরজিতে আরও বলা হয়, সংবাদটিতে কোনো সূত্র উল্লেখ না করে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্নকরা হয়েছে। মামলার বাদী একজন সক্রিয় বিএনপি নেতা হওয়ায় তিনি সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।

ad

পাঠকের মতামত