ব্রিটিশ গায়িকা ড্যানিয়েল মূরের প্রয়াণ
বিনোদন ডেস্ক: প্রয়াত হলেন ব্রিটিশ ইলেকট্রনিক ব্যান্ড গ্রুপ ক্রেজি পি’র লিড ভোকালিস্ট ড্যানিয়েল মূর। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গত ৩০ আগস্ট হঠাৎই তার প্রয়াণ ঘটে বলে জানা যায়। খবর দ্যা গার্ডিয়ান।
ব্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ড্যানিয়েল মূরের মৃত্যুর খবর জানানো হয়েছে। সেখানে ব্যান্ড সদস্যরা লিখেছেন, ‘আমরা নিজেদেরকে বিশ্বাস করাতে পারছি না যা মূরের মৃত্যু হয়েছে। জানি আপনারাও একই অনুভব করবেন। তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন এবং আমরা তাকে খুব ভালোবাসি। মূরের মৃত্যু আমাদের হৃদ্য় ভেঙে দিয়েছে।’
তবে মূরের মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।
এই শিল্পীর মৃত্যুতে ইন্ডাস্ট্রিতেও শোকের ছায়া নেমেছে। বহু সংগীত শিল্পীরা বিভিন্ন শোকবার্তায় তা জানান দিচ্ছে। অপটিমোর জেডি টুইচ, রোইসিন মারফি ও সিস্টার ব্লিস-সহ অন্যান্য সংগীত শিল্পীরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত ড্যানিয়েল ম্যুরকে।
২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল মূর। পাশাপাশি অস্ট্রেলিয়ান অর্কেস্ট্রেটর ও সুরকার টিম ডেভিস এবং ম্যাভ কেন্ড্রিকস অন কি’র সঙ্গে সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এই গায়িকা।