52630

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রুনেই পৌঁছলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: দুদিনের সফরে ব্রুনেই পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশে দ্বিপাক্ষির সফরে গেলেন।

তেলসমৃদ্ধ দেশ ব্রুনেইয়ের উদ্দেশে মঙ্গলবার সকালেই রওনা দিয়েছিলেন তিনি। এদিন বিকেলে তার বিমান নামে বান্দের সেরি বাগাওয়ান বিমানবন্দরে।

ads

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক দিক থেকে মোদীর এই ব্রুনেই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এই ইসলামিক দেশের সুলতান হাজি হাসানাল বলকিহার আমন্ত্রণে মোদির এই সফর।

ads
ad

পাঠকের মতামত