কঙ্গোতে জেল থেকে পালানোর সময় ১২৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর একটি কারাগার থেকে পালানোর সময় ১২৯ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে কঙ্গো সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দীরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল। এ সময় ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দীদের হইচই শোনা গেছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুক জানান, কারাগার থেকে পালানোর সময় আগুন ধরে যায়। কারাগারটির প্রশাসনিক ভবন, খাদ্যের গুদাম ও হাসপাতালে আগুন লাগে। এ সময় ১২৯ জন নিহত হয়েছেন এবং ৫৯ জন আহত হয়েছেন।
একজন কারা কর্মকর্তা জানান, কোনো বন্দী পালাতে পারেননি, যারাই পালানোর চেষ্টা করেছেন তাঁরা নিহত হয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মাকালা কারাগার কঙ্গোর সবচেয়ে বড় কারাগার, যেখানে দেড় হাজার বন্দীর ধারণক্ষমতা রয়েছে। অথচ বর্তমানে কারাগারটিতে ১৪ হাজার থেকে ১৫ হাজার বন্দী রয়েছে সেখানে।
এ ঘটনায় কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সরকারি সফরে বর্তমানে তিনি চীনে অবস্থান করছেন।