52597

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লাক্সন বলেন, আমরা উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই। আমরা চাই উভয় দল আলোচনার টেবিলে ফিরে আসুক এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান খুঁজে বের করার জন্য খুবই ঐক্যবদ্ধ হোক।

ads

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেন, বর্তমানে যুদ্ধবিরতির জোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। সেজন্য কয়েকটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব আছে। অথচ তারা সংঘর্ষ থামাতে তাদের প্রভাব প্রয়োগ করতে পারতো।

এদিকে ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের এক বিশ্লেষক বলেছেন, গাজা ইস্যুতে নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনে বাধ্য করতে হলে ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি সরকারকে তার কৌশল পরিবর্তন করাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োজন।

ads

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় অন্তত ৪০ হাজার ৭৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো ৯৪ হাজার ২২৪ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ad

পাঠকের মতামত