কুমিল্লার লাকসামে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে বন্যার্ত ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (১ সেপ্টেম্বর) সকালে লাকসাম থানা রোডের বিএনপি দলীয় প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
এসময় তিনি বন্যা নিপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব নূর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হাসেম মানু ,সদস্য সচিব আবুল হোসেন মিলনসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দোয়া মোনাজাত শেষে লাকসাম ও মমনোহরগঞ্জ উপজেলার ১০ হাজার বানভাসি মানুষের মাঝে বিএনপি নেতা আবুল কালামের ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় ১২ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।