52517

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর অভিযানে আইএসের ১৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলে আমেরিকান ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের ১৫ জন সদস্য নিহত হয়েছে। সেখানে এ অভিযান চলাকালে সাত মার্কিন সেনা আহত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছে, বৃহস্পতিবার ভোরে ইসলামিক স্টেট গ্রুপের নেতাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এতে আইএসআইএসের ১৫ সদস্য নিহত হয়েছে। সেখানে অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ads

সেন্টকম জানায়, সেখানে আইএস সদস্যরা নানা ধরনের অস্ত্রে সজ্জিত ছিল।
এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অভিযানের সময় সাত মার্কিন সৈন্য আহত হয়েছে।
আহত সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

সেন্টকম আরো জানায়, ‘আইএসআইএস এ অঞ্চলের, আমাদের মিত্রদের, সেইসাথে আমাদের মাতৃভূমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের জোট এবং ইরাকি অংশীদারদের পাশাপাশি মার্কিন সেন্টকম এ গ্রুপের সন্ত্রাসীদের দমনের কাজ অব্যাহত রাখবে।’

ads

 

ad

পাঠকের মতামত