অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে: জাতীয় পার্টি
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের প্রশাসন, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নির্বাচিত সরকার করতে চায় না। আমাদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। দেশের মানুষ আশা করে— আপনারা (সরকার) কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।’
শনিবার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চেয়ারম্যানসহ জাতীয় পার্টির একটি প্রতিনিধি দলের মতবিনিময় শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন সেই দাবি তুলে ধরে চুন্নু বলেন, ‘দুবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারেন।’ তিনি বলেন, ‘আইন- শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয়।’
জনগণের কাছ থেকে যেসব দাবি আছে, প্রধান উপদেষ্টাকে সেসব সংস্কার করার পরামর্শ দিয়েচেন জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সংস্কার করে তারপর নির্বাচন। যেটুকু সময় লাগে সেটুকু সময়কে জাতীয় পার্টি সমর্থন করে।’
সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবে, সেটা অনেক সময় করে না।’
স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কম বেশি ভুল-ত্রুটি করেছে বলে দাবি করেন চুন্নু। তিনি বলেন, ‘আমাদের অনেক ভুল-ত্রুটি আছে।’