52479

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা: তারেক রহমান

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।’

শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ads

তারেক রহমান নেতাকর্মীদের বলেন, ‘বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।’

জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের উর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন তিনি।

ads
ad

পাঠকের মতামত