বন্যাদুর্গতদের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির ত্রাণ বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মহানগর বিএনপি। বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন নেতৃত্বে নগরীর ২০নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লা জেলায় বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী ও রান্না করার খাবার বিতরণ করা হচ্ছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমাদের এ কর্মসূচি চলমান থাকবে।