বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহাঙ্গীর
নিউজ ডেস্ক: কুমিল্লায় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
শনিবার (২৪ আগস্ট) থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সংরাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যার্তদের আশ্রয়ণ কেন্দ্র সহ সংরাইশ এলাকায় এসব খাবার বিতরণ করছেন তিনি।
খাবার বিতরণকালে ওয়ার্ড বিএনপি নেতা মজিবুর রহমান, মোঃ হাবুল, আবুল কাসেম, মো মন্জিল মিয়া, মো:জসিম উদ্দীন, আলোকিত তারুণ্য সংগঠনের ওমর ফারুক রাজন, ইব্রাহিম রিয়াজ, রকি ইসলাম, মো আরমান, নাঈমুর রহমান, ইয়ার মোহাম্মদ রনি, মেহেরাজ হোসেন, মো:আকিব রেদোয়ান, মো সোহেল তানভীর, ইফতেখার উদ্দীন ইফতি, সারোয়ার হোসেন আকাশ, মো ওয়াসিম হোসেন, ইমরান হোসেন শাওন, ফয়সাল আহাম্মেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয়নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, মানুষ মানুষের জন্য। আমরা যেন মানুষের সেবক হই, মানুষের পাশে থাকতে পারি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই ধারা তিনি অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।