52317

রোহিঙ্গা সমস্যা সমাধান ও মানবাধিকার নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধানে মিয়ানমারসহ আঞ্চলিক সকল পক্ষের প্রতি সহিংসতা ও সংঘাত নিরসনে আন্তর্জাতিক মানবাধিকার আইন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা গণহত্যার সাত বছর পূর্ণ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব তার এই আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে মহাসচিবের বক্তব্য প্রকাশ করা হয়।

ads

এতে বলা হয়েছে, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার সাত বছর পূর্ণ হয়েছে। দশ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং ওই অঞ্চল জুড়ে আরও ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ তাৎক্ষণিক প্রত্যাবর্তনের সম্ভাবনার বাইরে আছে। রাখাইনে চলমান উত্তেজনা রোহিঙ্গা জনগোষ্ঠীর অনিরাপত্তা এবং মানবিক পরিস্থিতির অবনতি আরও বাড়িয়ে তুলেছে। বিভিন্ন সম্প্রদায় রাখাইন রাজ্যে চলমান সংঘাত বৃদ্ধির সাথে সাথে বৈষম্য ও নিপীড়নের সম্মুখীন হচ্ছে।

এই পরিস্থিতিতে জাতিসংঘের মহসচিব অ্যান্তোনিও গুতেরা সকল পক্ষকে সংঘাত, সহিংসতার অবসানে প্রযোজ্য আন্তর্জাতিক মানবাধিকার মান ও আন্তর্জাতিক মানবিক আইন নিশ্চিত করার মাধ্যমে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

ads

তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় ২০২৪ সালে যৌথ পরিকল্পনার মাধ্যমে আঞ্চলিক সুরক্ষা প্রচেষ্টা জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কাছে রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আবেদন জানিয়েছেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের স্থায়ীভাবে ফিরিয়ে নিতে দেশটির জাতিসংঘের দূত টেকসই শান্তি ও জাতীয় শান্তি প্রতিষ্ঠায় একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সকলপক্ষকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ad

পাঠকের মতামত