বন্যা মোকাবিলায় সবাই এগিয়ে আসুন: আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক: বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বন্যার্তদের সহযোগিতায় আমার মন্ত্রণালয়ের সকলেই এক দিনের বেতন প্রদান করবেন। আমি নিজে আমার পুরো মাসের বেতনই বন্যার্তদের সহযোগিতায় দিচ্ছি। পাশাপাশি সেনাসদস্যরাও তাদের এক দিনের বেতন দিয়ে মানুষের পাশে থাকতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, জেলা ত্রাণ কর্মকর্তা আবেদ আলীসহ অন্যরা।
দেশের অর্থনীতির অগ্রগতি প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমাদের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে। এ আন্দোলনের আগে রিজার্ভ খুব কম ছিল। অনেকেই পালিয়ে যাওয়ার সময় দেশের লাখ লাখ কোটি টাকা সঙ্গে করে নিয়ে পালিয়ে গেছেন। দেশের ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা। এ ক্ষেত্রে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।
সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, সুশীল সমাজ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।