চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর রোববার এক সংবাদ সম্মেলনে এমন আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি।
থাইল্যান্ড ও চীনের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সিনাওয়াত্রা বলেন, দুই দেশ গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতা আশা করছি। যতবারই আমি চীনের সমস্ত নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, আমরা সবাই খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।
এর আগে রোববার সকালে দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। এর আগে তার ফুপু ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দু’দিন পর তাকে নিয়োগ দেওয়া হলো। তারা দু’জনেই ফেউ থাই পার্টির নেতা।