রোনালদোকে হতাশ করে সৌদি কাপ নেইমারদের
স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়েই ছিল আল নাস?র। কিন্তু দ্বিতীয়ার্ধের ঝড়ে লণ্ডভণ্ড হলো তাদের স্বপ্ন। এক দুই নয়, ৪-১ গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতলো আল হিলাল। এ নিয়ে আল হিলাল সর্বোচ্চ ৫ বার জিতলো সৌদি সুপার কাপ। রিয়াদে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শনিবারের এই ম্যাচে কাপ হাতছাড়ার পর সতীর্থদের বাজে ইঙ্গিত করেন রোনালদো। এদিকে সৌদি গণমাধ্যম বলছে, সুপার কাপে হারের পর আল নাসর তাদের কোচকে বাদ দিতে যাচ্ছে। ম্যাচের প্রথমার্ধে রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম গোল হজম করে আল নাসর। এরপর একটানা গোলের ঝড়ে অনেকটা অসহায় আত্মসমর্পণই করে রোনালদোর দল। ৫৫ থেকে ৭২ এই সতেরো মিনিটে ৪ গোল হজম করে আল নাসর।
এ সময় জোড়া গোল করেন আল হিলালের সার্বিয়ান ফুটবলার আলেকজান্দার মিত্রোভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী। সতীর্থদের সঙ্গে মাথা গরম করে কী যেন বলতে দেখা যায় তাকে। মাঠের মাঝে সেন্টার লাইনের কাছে দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে ক্ষোভপ্রকাশ করেন তিনি। বিশেষ করে দলের গোলরক্ষকের পারফরম্যান্সে বেশ বিরক্ত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান সাইটে ভাইরাল হয়েছে রোনালদোর সেই ক্ষোভপ্রকাশের ভিডিও। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। করেছেন ৬০ গোল। সৌদিতে এসে প্রথম মৌসুমেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। কিন্তু আল হিলাল তার শিরোপা বাড়ানোর পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লীগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে হয় আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদায় আল হিলাল। নেইমারের দল আল হিলাল ছাড়া দুটির বেশি সৌদি সুপার কাপের শিরোপা নেই আর কোনো দলের। শনিবার রাতে ম্যাচের ৪৪তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল। ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করেন সার্বিয়ান স্ট্রাইকার সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আরেক সার্ব আলেক্সান্দার মিত্রোভিচ। ৬৯তম মিনিটে মিত্রোভিচ আরেক গোল করে ব্যবধান বাড়ান। এরপর আল নাসরের জালে বল পাঠিয়ে আল হিলালের বড় জয় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মালকম।
এদিকে সৌদি সংবাদমাধ্যম মিদান স্পোর্টস বলছে, এই ম্যাচে হারের পর আল নাসর কোচ লুইস ক্যাস্ট্রোকে আর দলের সাইডলাইনে দেখা নাও যেতে পারে। ক্যাস্ট্রোর অধীনে আরব ক্লাবটি এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৫ ম্যাচ এবং হেরেছে ৯ ম্যাচে। ড্র হয়েছে ৬ ম্যাচ।