
যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েল সফরে যাবেন ব্লিঙ্কেন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেয়ায় ভূমিকা রাখতে ইসরায়েল সফর করবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্লিঙ্কেন আগামীকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে, নেতানিয়াহু আলোচনাকারী দলের কাছ থেকে একটি প্রতিবেদন হাতে পেয়েছেন। এতে বলা হয়েছে, “হালনাগাদ করা মার্কিন প্রস্তাব অনুযায়ী চুক্তিতে অগ্রগতির সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে দলটি।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সাংবাদিকদের বলেছেন, চুক্তির ক্ষেত্রে “আমরা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কাছাকাছি অবস্থানে রয়েছি।”
তবে, হামাস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস ব্যক্ত করে বলেছে যে, ইসরায়েল নতুন শর্তাবলী যোগ করছে।
এদিকে, গতকাল শনিবারও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, শনিবার গাজার কেন্দ্রভাগে চালানো বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন।