51911

বিশ্ব দরবারে ফ্রান্সকে তুলে ধরেছে প্যারিস অলিম্পিক

স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ তথা অলিম্পিক গেমস। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর বলা হয় এটিকে। এবারের আয়োজক ফ্রান্স সফলভাবে আয়োজন করেছে আসরটি। সবকিছু ঠিকঠকাভাবে সম্পন্ন করতে পারায় বেশ গর্বিত দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

তিনি বলেছেন, ‘এবারের অলিম্পিক আয়োজন করে ফ্রান্সের সত্যিকারের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরেছে। এবারের অলিম্পিককে তিনি সফল এক আয়োজনও বলেছেন।

ads

ফ্রান্সের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে অলিম্পিক শেষের পর। সাজ সাজ রব কেটে যাওয়ায় এখন অনেকটাই আগের রূপে ফিরে গেছে ফ্রান্স। এই ব্যাপারটা যেমন কিছুটা মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের জন্য।

এলিসি প্রাসাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সেই মনোভাবই তুলে ধরেছেন, ‘অলিম্পিক শেষ। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিন্তু আমাদের যে ফিরতে ইচ্ছা করছে না।’

ads

প্যারিস অলিম্পিকের শুরুর দিনই দুর্বৃত্তরা হামলা চালিয়ে বন্ধ করে দেয় পুরো ফ্রান্সের রেল যোগাযোগ। এমনকি রাজনৈতিক অস্থিরতাও চলমান ছিল। বিশ্লেষকরা এই আয়োজনকে যথেষ্ট সফলও মনে করেন। আবার রাজনৈতিক অস্থিরতার মাঝেও প্যারিস অলিম্পিক স্থানীয়দের মনে উৎফুল্লতা এনে দিয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানে মাখোঁ সেটিই বলেছেন, ‘অলিম্পিক আয়োজন করে মনে হচ্ছে, গুমোট ভাবটা কিছুটা হলেও কেটেছে।’

ইতিহাসের সর্বাধিক ক্রীড়াবিদ এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন। সবচেয়ে বেশিসংখ্যক মানুষ প্যারিসে গেছেন অলিম্পিক উপভোগ করার জন্য।

ad

পাঠকের মতামত