51888

যেখানে হানিমুনে গেলেন অনন্ত-রাধিকা

বিনোদন ডেস্ক: অনন্ত-রাধিকার বিয়ের মাস পূর্তি হল। এর মধ্যেই নিজেদের হানিমুন সেরে নিলেন আম্বানি বাড়ির নতুন দম্পতি। শোনা যাচ্ছে, প্যারিস অলিম্পিকে নাকি গিয়েছিলেন তারা। সেখান থেকে নেটিজেনদের ধারণা ছিল, সেখানেই নাকি হানিমুন সেরেছেন অনন্ত-রাধিকা।

কিন্তু প্যারিস ভ্রমণের পর কোস্টারিকায় উড়াল দেন এই নবদম্পতি। ১ আগস্ট থেকে কোস্টারিকায় রয়েছেন অনন্ত-রাধিকা।

ads

বিয়ের মত হানিমুনেও বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন তারা। কোস্টারিকার গুয়ানাকাস্তেতে রয়েছেন তারা। সেখানকার কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টে রয়েছেন বলে খবর।

কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টটি একটি পাঁচতারা হোটেল। রয়েছে ছয়টি বেডরুম। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এ রিসোর্টটি ১৮ হাজার ৪৭৫ স্কোয়ার ফিটের ওপর দাঁড়িয়ে। দেড় একরের জায়গার ওপর সেই হোটেলটি। প্যাসিফিক মহাসাগরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় রিসোর্টের ঘর থেকে।

ads
ad

পাঠকের মতামত